মু‌জিবনগ‌রে হোম কোয়ারিন্টি‌নে থাকা পরিবারে ইফতারী

মুজিবনগর প্রতিনিধি: মু‌জিবনগ‌রে হোম কোয়ারিন্টি‌নে থাকা ৮টি পরিবারের মাঝে গতকাল সোমবার বিকেল ইফতারী প্রদান করলেন ওই গ্রামে ইউপি সদস্য মি. সংকর বিশ্বাস। ওই সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধানর সম্পাদক মিঃ সুজিত। গেল বুধবার প্রথম মেহেরপুরে করোনা ভাইরাস পজেটিভ সনাক্ত হয় মুজিবনগরের বল্লভপুরে এক স্বাস্থ্য কর্মীর। যার বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামে। স্বাস্থ্য বিভাগের পরামর্শে ওই ব্যক্তির ভাড়াবাড়িসহ মোট ৮টি বাড়ি লকডাউন করা হয়।

 

 

Comments (0)
Add Comment