আলমডাঙ্গা ব্যুরো: ফুঁসলিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ অপচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের ভ্যানচালক খেদের আলীর বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যায় নির্যাতিত শিশুকন্যা মায়ের সাথে মুন্সিগঞ্জ রেলস্টেশন প্লাটফর্মে অবস্থিত তার পিতার চায়ের দোকানে বসেছিলো। ওই সময় শিশুকন্যার পিতা-মাতার পূর্ব পরিচিত খেদের আলী শিশুকন্যাকে ফুঁসলিয়ে নিয়ে যান।
জানা গেছে, ওই শিশুকন্যার পিতার মুন্সিগঞ্জ রেলস্টেশন প্লাটফর্মে চায়ের দোকান আছে। গত শুক্রবার সন্ধ্যায় চা দোকানীর স্ত্রী তাদের ৫ বছরের শিশুকন্যাকে নিয়ে স্বামীর চায়ের দোকানে বসেছিলেন। এক পর্যায়ে নতিডাঙ্গা গ্রামের মনির উদ্দীনের ছেলে ভ্যানচালক খেদের আলী সেখানে উপস্থিত হন। খেদের আলী চা দোকানীর বাড়ির পাশে বিয়ে করেছেন। সেই সুবাদে চা দোকানীর পরিবারের সাথে তার সখ্যতা।
ভ্যানচালক খেদের আলী শিশুকন্যাকে আদর করতে করতে ফুঁসলিয়ে নিকটবর্তী বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে শিশুকন্যার পোষাক খুলে ধর্ষণের অপচেষ্টা করলে শিশুকন্যার চিৎকার করে ওঠে। চিৎকারে পালিয়ে যান খেদের আলী।
এ ঘটনায় সোমবার রাতে নির্যাতিত শিশুকন্যাকে নিয়ে তার মা থানায় আসেন মামলা করতে।
সংশ্লিষ্ট জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেচুর রহমান শিলন জানান, ঘটনা আমি জেনেছি। অভিযুক্ত ভ্যানচালক পলাতক। এ জঘন্য ঘটনার বিচার হওয়া উচিত।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এজাহার দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতারপূর্বক আইনে সোপর্দ করা হবে।