মুজিবনগরে যুব উন্নয়ন অধিদফতরের গ্রুপ ঋণ বিতরণ

 

মুজিবনগর প্রতিনিধি: দারিদ্র বিমোচন কর্মসূচির মেহেরপুরের মুজিবনগর যুব উন্নয়ন অধিদফতরের আওতায় ৮টি গ্রুপে ৪০জন ক্ষুদ্র ব্যবসায়ীকে জন প্রতি ১২ হাজার করে ৪ লাখ ৮০ হাজার টাকার ঋণ প্রদান করা হয়েছে।

গতকাল (২২আগস্ট) সোমবার বেলা ১২টায় মানিকনগর আলিম মাদরাসা হলরুমে উপ-পরিচালক মেহেরপুর কেএম জাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিচালক (দা. বি; ও ঋন) যুব উন্নয়ন অধিদফতর ঢাকা এ কে এম মফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার বিপ্লব কুমার কুন্ডু, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নকিমউদ্দীন, জাফর ইকবাল, মাহফুজুর রহমান প্রমুখ।

এরপর তারা মুজিবনগর যান এবং মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ শেষে মুক্তিযুদ্ধের সেক্টর ভিত্তিক বাংলাদেশের মানচিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন মুর‌্যাল, শাপলা চত্বর ও স্বাধীনতা সড়কসহ বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন।

Comments (0)
Add Comment