মুজিবনগর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে উজ্জ্বল হোসেন (৩২) নামের এক বিদ্যুৎ মিস্ত্রি মারা গেছে। বুধবার (১৭ জুন) বেলা ১১ টার দিকে মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল হোসেন একই উপজেলার শিবপুর গ্রামের আবুল শেখের ছেলে।
ভবেরপাড়া গ্রামের বাসিন্দা বাগোয়ান ইউপি সদস্য দিলিপ মল্লিক বলেন- উজ্জ্বল হোসেন ভবরপাড়া গ্রামের আরোজ শেখের বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতা বশতঃ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে দ্রুত মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা রেজাউন আহমেদ বলেন- বিদ্যুৎ স্পৃষ্ট উজ্জ্বল হোসেনকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম বলেন- ঘটনা শুনেছি। কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।