মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর থানা পুলিশ ২১ বোতল ফেনসিডিলসহ আব্দুল জাব্বার (২৬) ও আলমগীর হোসেন (২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মৃত আবু ইলিয়াসের ছেলে আলমগীর হোসেনের বসতবাড়ী থেকে ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়।
আটক আব্দুল জাব্বার ওই গ্রামের ফাক্কারুল ইসলামের ছেলে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশে থানার এসআই পলাশ রায়ের নেতৃত্বে এএসআই ইলিয়াসসহ একদল ফোর্স মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মৃত আবু ইলিয়াসের ছেলে আলমগীর হোসেনের বসতবাড়ি থেকে ব্যাগভর্তি ওই ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আব্দুল জাব্বার (২৬) ও আলমগীর হোসেনকে (২৭) আটক করে থানায় নেয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে গতকাল মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়।