মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে সপ্তাহব্যাপী শুভ বড়দিন ও নববর্ষ উৎযাপন উপলক্ষে খ্রিষ্টিয় আনন্দ উৎসব -২০২১ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে মুজিবনগর বল্লভপুর মিশন ফুটবল মাঠে খ্রিষ্টিয় আনন্দ উৎসব-২০২১ উদ্বোধন করেন রাইট রেভারেন্ড হেমেন হালদার। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পুরোহিত রেভারেন্ড দীপক উজ্ঝল বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, ইউপি সদস্য মি. বাবুল মল্লিক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মি. জেমস্ স্বপন মল্লিক বাবু, খ্রিষ্টিয় আনন্দ উৎসব কমিটির যুগ্ম-সম্পাদক মনিন্দ্র মল্লিক, সাবেক ইউপি সদস্য তাপস মল্লিক, মি. মাইকেল তপু বিশ্বাস ও ফিলিপ ম-ল প্রমুখ। শেষে জাতীয় পতাকা উত্তোলন ও মশাল জ্বালিয়ে খ্রিষ্টিয় আনন্দ উৎসব -২০২১ উদ্বোধন করা হয়। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মি. বিকাশ বিশ্বাস।