মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর গুড নেইবারস সিডিপি’র উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে। এই দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবকবৃন্দ বিনামূল্যে কেদারগঞ্জ বাজারে মাস্ক বিতরণ ও বল্লভপুর গ্রামে ৪টি পানির ট্যাপওয়াটার বেসিনে স্থাপন করেন। কোভিড-১৯ প্রতিরোধে ও ত্রাণ বিতরণে বিশেষ অবদান রাখার জন্য ৪জন স্বেচ্ছাসেবককে পুরস্কার প্রদান করা হয়। গতকাল রোববার সকালে গুড নেইবারস্ বাংলাদেশ, মেহেরপুর সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার মি. লিংকন রায়ের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন কমিউনিটি ডেভেলভমেন্ট কমিটির সভাপতি মি. সংকর বিশ্বাস, সদর মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন। সঞ্চালনায় ছিলেন ওই প্রকল্পের শিক্ষা অফিসার মিস তসলিমা খাতুন।