মুজিবনগরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপহার বিতরণ

 

মুজিবনগর প্রতিনিধি: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য ও তাদের পরিবারে মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার সকাল ১০টায় মুজিবনগর আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে মেহেরপুর জেলা কমান্ড্যান্ট সাহাদাত হোসেন গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্য ও তাদের পরিবারকে শুভেচ্ছা উপহার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম ও গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্য এবং বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য মরহুম ওয়ালিউর রহমানের স্ত্রী ও তাদের পরিবারবর্গ। গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্য আজিম উদ্দিন শেখ বলেন, বর্তমান মহাপরিচালক মহোদয় আমার ও আমাদের সকলের পরিবারের বিষয়ে যে সকল উদ্যোগ নিয়েছেন তা পূর্বে কখনো নেয়া হয়নি। বর্তমান মহাপরিচালক মহোদয় উদার মনের একজন মানুষ। আমরা তাহার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

শেষ পর্যায়ে মেহেরপুর জেলা কমান্ড্যান্ট সাহাদাত হোসেন বলেন, আনসার ও ভিডিপি একাডেমি গাজীপুরের সফিপুরে বর্তমান মহাপরিচালক মহোদয়ের উদ্যোগে গার্ড অব অনার প্রদানকারী ১২ জন আনসার সদস্যদের ভাস্কর্য নির্মাণ হতে চলেছে। গার্ড অব অনার প্রদানকারী ও তাদের পরিবারের বিষয়ে মহাপরিচালক মহোদয়ের নানামুখী পরিকল্পনা রয়েছে। এছাড়াও আনসার বাহিনীর সার্বিক উন্নয়নের বহুমুখী কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।

Comments (0)
Add Comment