মুজিবনগরের মোনাখালী ইউপির বাজেট ঘোষণা

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় মোনাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে  ১ কোটি ৭৩ লাখ ৮৬ হাজার ২০১ টাকার বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মোমিনুল ইসলাম, ইউপি সদস্য আবুল কালাম, হাবিবুর রহমান, আলাউদ্দীন, রবিউল ইসলাম, আবু নাইম ডালিম, পালু শেখ, আসমানি খাতুন ও রেহেনা খাতুন প্রমুখ। বাজেট পাঠ করেন অত্র ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রহমান। উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Comments (0)
Add Comment