মুজিবনগরের মোনাখালী ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ

 

মুজিবনগর প্রতিনিধি: ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ সেøাগানকে ধারণ করে মেহেরপুরের মুুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুস্থ নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় দুইশ ৩৩ জন দুস্থ নারীদের মধ্যে জনপ্রতি ৩০কেজি করে চাউল বিতরণ করা হয়। এ সময় ইউপি সচিব আ. রহমানসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ২০২৩-২৪ অর্থ বছরের মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে দুই বছর মেয়াদী এ প্রকল্প চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে।

Comments (0)
Add Comment