মেহেরপুর অফিস: মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসা নিতে অবশেষে হেলিকপ্টারে করেই ঢাকা ইউনাইটেড হাসপাতাল নেয়া হলো মহাজনপুর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আমাম হোসেন মিলুকে। রোববার সকাল পৌনে ১০টার দিকে মেহেরপুর সরকারি হাইস্কুল মাঠ থেকে হেলিকপ্টারযোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালের উদ্যেশ্যে রওনা হন তিনি। তার সাথে রয়েছেন স্ত্রী কল্পনা খাতুন ও ভাস্তে (ভাইয়ের ছেলে) জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন।
মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমাম হোসেন মিলু গত শনিবার দুপুরে হার্টস্ট্রোক জনিত কারণে ২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। মেহেরপুর জেনারেল হাসপাতালের কার্ডিয়াক ডাক্তার আব্দুর রশিদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেয়া হয়। আলহাজ আমাম হোসেন মিলুর সুস্থতা ও রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের লোকজন।