স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা বিষয়ে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গরবার বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি বিষয়ক অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরাফাত রহমান। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম ভুইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) মাজহারুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদী মিলি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি ইসলাম রকিব, সদর থানা পুলিশের প্রতিনিধিসহ বীর মুক্তিযোদ্ধাগণ।