দর্শনা অফিস: দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দর্শনা পৌরসভার হলরুমে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মফিজুর রহমান, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, জাসদের কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম বাবু। দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমনের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, মতিয়ার রহমান ছিলেন দলের জন্য নিবেদিত প্রাণ। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো। পৌরসভায় হয়তো অনেক মেয়রই হবে, তবে মতিয়ার রহমান হতে পারবে না কেউ। মতিয়ার ছিলেন দর্শনাবাসীর একজন আস্থাভাজন ও ন্যায় বিচারক মেয়র। মতিয়ারের মৃত্যুতে দর্শনার আ.লীগ রাজনৈতিক অঙ্গনে উজ্জল নক্ষত্র ঝড়ে পড়লো। মতিয়ারের তুলনা মতিয়ার নিজেই। তাই আর কোনো মতিয়ার জন্মাবে না পৌর মেয়র হয়ে। অন্যান্যের মধ্যে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, কেরুজ অবসরপ্রাপ্ত এডিএম শেখ শাহাব উদ্দিন, জেলা পরিষদের সদস্য অ্যাড. মুন্সি সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা হাজি জয়নাল আবেদীন, হাজি এরশাদ আলী মাস্টার, হাজি আকমত আলী, আতিয়ার রহমান হাবু, মোমিনুল ইসলাম, মোজাহারুল ইসলাম, আ. রফিক কাবি, উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট। দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুকের আরিফের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির সভাপতি টিপু সুলতান, পৌর প্যানেল মেয়র-২ রেজাউল ইসলাম, পৌর কাউন্সিলর সাবির হোসেন মিকা, এনামুল কবীর, বিল্লাল হোসেন, মনির সরদার প্রমুখ। দোয়া পরিচালনা করেন দর্শনা পুরাতন বাজার জামে মসজিদের পেশ ইমাম হাজি মাও. নুরুল ইসলাম।