সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভুলটিয়া মাঝেরপাড়ার আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দিনগত রাত ১২টা ১০ মিনিটের সময় নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়।তাকে রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া মাঝেরপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল মান্নান (৪৮) গতকাল বুধবার দিনগত রাত ১২টা ১০ মিনিটের সময় নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়। কুতুবপুর ক্যাম্পের টু-আইসি এএসআই আরাফাত হোসেন ও সিন্দুরিয়া ক্যাম্পের টুআইসি এএসআই মেহেদী মাসুম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। পুলিশ জানায় আব্দুল মান্নান একটি মাদক মামলার আসামি। তাকে গতকাল রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।