মাদক ব্যবসায়ী রাজুর এক বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গা সদরের হানুরবাড়াদীতে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে রাজু আহমেদ নামে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহযোগিতায় সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামে অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে রাজু আহমেদের (৩২) বাড়ি তল্লাশি করা হয়। উদ্ধার করা হয় ১ কেজি ২০০ গ্রাম গাঁজা। পরে মাদক ব্যবসায়ী রাজু আহমেদকে এক বছরের বিনাশ্রম কারাদ-াদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হানুরবাড়াদী গ্রামের কাজীপাড়ার রাজু আহমেদ দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছেন। বিক্রির জন্য তিনি বাড়িতে মাদক সংরক্ষণ করেছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর সাড়ে ৫টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহযোগিতায় তার বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। তার বাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় ১ কেজি ২০০ গ্রাম গাঁজা। পরে মাদক ব্যবসায়ী রাজু আহমেদকে ১ বছরের বিনাশ্রম কারাদ-াদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ, সহকারী উপ-পরিদর্শক আকবর হোসেন, আজগর আলীসহ অন্যান্য সদস্যরা।

 

Comments (0)
Add Comment