কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে ৪৮ ঘণ্টার ব্যবধানে দলীয় প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ। গতকাল সোমবার দুপুরে খোকসা পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলামকে চূড়ান্তভাবে মনোনয়ন দেয়া হয়। গত শনিবার বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে খোকসা পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে আল মাছুম মুর্শেদের নাম ঘোষণা করা হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তবে জেলা আওয়ামী লীগ মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য একক প্রার্থী হিসেবে বর্তমান মেয়র তারিকুল ইসলামের নাম সুপারিশ করেছিলো। যদিও একক নাম সুপারিশ করায় স্থানীয় আওয়ামী লীগের মধ্যে ক্ষোভেরও সৃষ্টি হয়েছিলো। গতকাল সোমবার দুপুরে তারিকুল ইসলাম বলেন, ‘জননেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। সেই চিঠি আমার হাতে। এ জন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ।’
খোকসা পৌরসভা নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা বরাবর আওয়ামী লীগ সভাপতির লেখা চিঠিতে উল্লেখ করা আছে, ‘খোকসা পৌরসভা নির্বাচনে আল মাছুম মুর্শেদকে মনোনয়ন দেয়া হয়েছিলো। তার মনোনয়ন বাতিল করে তারিকুল ইসলামকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হলো।’
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও খোকসা পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মুহাম্মাদ আবু আনছার বলেন, এ পর্যন্ত বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে রাজু আহম্মেদ মনোনয়নপত্র কিনে সোমবার জমা দিয়েছেন। তারিকুল ইসলাম ও আল মাছুম মুর্শেদ দুজনই মনোনয়নপত্র কিনেছেন। কিন্তু তারা এখনো জমা দেননি। প্রথম ধাপের পৌর নির্বাচনে আগামী ২৮ ডিসেম্বর কুষ্টিয়ার খোকসা পৌরসভার ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ভোট নিয়ে খোকসায় চলছে নির্বাচনী তোড়জোড়।