স্টাফ রিপোর্টার: অন্তর শর্মা। বিকেএসপি’র সুটিং প্রশিক্ষনার্থী। সে তার মা নিরুপমা শর্মাকে সুস্থ করার জন্য হৃদয়বান মানুষের দৃষ্টি আর্কষণ করে বলেছে, জগতে মায়ের মতো আপন আর হয় না। আমি মায়ের সন্তান হয়েও চিকিৎসা করাতে না পেরে সকলের সহযোগিতা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সহযোগিতা না পেলে চোখের সামনে বিনাচিকিৎসায় মাকে হারাতে হবে।
চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়া মনিরামপুরের সনজিত শর্মার স্ত্রী নিরুপমা শর্মা। বয়স ৪০ বছর। এক ছেলে এক মেয়ের জননী তিনি। মেয়ের বিয়ে হয়েছে। ছেলে অন্তর শর্মা বিকেএসপির সুটিং বিভাগে প্রশিক্ষণার্থী। সে দেশের গৌরব বয়ে আনার চেষ্টায় ব্রত। মা নিরুপমা শর্মার চিকিৎসার জন্য সনজিত অর্থই শুধু নয়, প্রায় সবকিছুই হারাতে হয়েছে। স্থাবর অস্থাবর খুইয়ে ২০১৭ সালে অপারেশনও করানো হয়। মাঝে করোনা ভাইরাস মহামারীর কারণে চিকিৎসা ব্যাহত হওয়ায় শরীরে বাসাবাধা ক্যান্সার বিস্তার লাভ করেছে। মরুদ-ের হাড়েও বাসাবাধার উপক্রম। এখন চিকিৎসা দিয়ে সুস্থ করতে দরকার অনেক টাকা। অথচ আমাদের হাতে এখন কিছুই নেই। অসুস্থ মায়ের কষ্ট, চোখের সামনে তার তীল তীল করে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া দেখে আমার কান্না ছাড়া আর কিছুই করার নেই। হৃদয়বান সকলে মায়ের সুস্থতার জন্য আর্থিক সহযোগিতা করলে আমি আমার মাকে সুস্থ করতে পারবো। এ বিশ^াসেই সকলের নিকট সহযোগিতার সবিনয় অনুরোধ জানাচ্ছি। এ আকুতি জানিয়ে অন্তর শর্মা বলেছে, আমার নামে পূর্বালী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা শাখায় একটি একাউন্ট খোলা হয়েছে। যার নম্বর, ১৫৮৯১০১১২৭৯১০, বিকাশ একাউন্ট নম্বর ০১৭৫৮১৯৯৭৫২, নগদ একাউন্টও একই সেলফোন নম্বরে।