মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর শ্যামকুড় সীমান্ত দিয়ে গত বুধবার রাতে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়ার সময় দুই ভারতীয় নাগরিকসহ ১৪ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামকুড় বিওপির টহল দল গত ২৩ নভেম্বর রাতে উপজেলার শ্যামকুড় একাশিপাড়ার কাশেম মিয়ার ইটভাটার কাছ থেকে ভারতের বানিয়ান জেলার রামমোহন থানার মোহমুংগীত গ্রামের বাসিন্দা জোহরা (২৮) ও রিমা আক্তার রিপাকে (১৪) আটক করে। এদিকে একই সময়ে অবৈধভাবে ভারতে গমনকালে ১২জন বাংলাদেশিকে আটক করে। এর মধ্যে ৪জন শিশু, ৩জন পুরুষ ও ৫ জন নারী রয়েছে। আটককৃতরা জানায়, তাদের বাড়ি নোয়াখালী ও বান্দরবান জেলায়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।