মহেশপুর সীমান্তে দালালসহ ১১জন আটক

মহেশপুর প্রতিনিধি: অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় মহেশপুরের মাটিলা ও খোসালপুর সীমান্তে দালালসহ ১১জন ৫৮ বিজিবি’র হাতে আটক। শুক্রবার দিবাগত রাতে বিজিবি’র অধিনস্থ মাটিলা বিওপির টহল দল গোপন সূত্রে অভিযান চালিয়ে মাটিলা গ্রামের মাঠপাড়া থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার জামরিলডাঙ্গা গ্রামের কিসমত মোল্লার ছেলে রাজু মোল্লা (৩০), রাজু মোল্লার স্ত্রী ফাতেমা মোল্লা (২৭), ওমর মোল্লার স্ত্রী নাজমা মোল্লা (৩৫) এবং শিশু কন্যা আছিয়া মোল্লা (৮)। এদিকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় খোসালপুর বিওপির টহল দল নেপা বাজার থেকে ৬ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে একজন শিশু, ৩জন নারী ও দুজন পুরুষ রয়েছে। এছাড়া পারাপারে সহায়তাকারী দালাল বালিনগর গ্রামের আবুল হোসেনের ছেলে বিপ্লব হোসেনকে (৩০) আটক করে।
বিজিবি জানায়, এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আটকৃতদের মধ্যে ৪ জনকে মহেশপুর মহিলা কলেজে ১৪ দিনের বাধ্যতামূলক হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং অন্যদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Comments (0)
Add Comment