মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশু ও নারীসহ ১১ জনকে আটক করেছে বিজিবি। গত শনিবার রাতে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পলিয়ানপুর ও শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন চট্রগ্রাম জেলার পাহাড়তলী সদর থানার মৃত মফিজের ছেলে জসিম (৪০), স্ত্রী বৃষ্টি বেগম (৩০) ও তাদের শিশু পুত্র নয়ন (৬), মেয়ে রিহা (১৪), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার সন্নাসী গ্রামের ওহাব সিকদারের ছেলে আল আমিন সিকদার (২৩) তার স্ত্রী সালমা বেগম (১৯), মাগুরা জেলার শালিখা থানার মনোখালী গ্রামের মৃত কালিপদ বিশ্বাসের ছেলে সুভাষ বিশ্বাস (৬৫) তার ছেলে বিদ্যুত বিশ্বাস (৩৫) তার স্ত্রী তৃপ্তি বিশ্বাস (২৪) ও তাদের শিশুপুত্র জনতা বিশ্বাস (৬) ও মেয়ে জয়া বিশ্বাস (৩)।
বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পলিয়ানপুর বিওপির আওতাধীন নিশ্চিন্তপুর মাঠ থেকে আটজনকে আটক করা হয়। অপরদিকে শ্রীনাথপুর বিওপির আওতাধীন মাঠপাড়া থেকে তিনজনকে আটক করা হয়। তিনি আরও জানান, এদের মধ্যে চারজন পুরুষ, পাঁচজন নারী ও দুজন শিশু রয়েছেন। তাদের বাড়ি চট্টগ্রামের পাহাড়তলি, মাগুরার শালিখা ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জে। অবৈধভাবে ভারতে যাওয়ার অভিযোগে আটককৃতদের বাংলাদেশ পাসপোর্ট আইনে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।