মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় নারী, শিশু ও দালালসহ ১৮জন আটক করেছে বিজিবি। বুধবার ভোরে উপজেলার মাটিলা সীমান্ত থেকে ৫৮ বিজিবি তাদেরকে আটক করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, মাটিলা বিওপির টহল দল অভিযান চালিয়ে জলুলী থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন বরিশাল জেলার উজিরপুর থানার জামবাড়ি গ্রামের বীনা মজুমদার (৩৫), কেয়া মজুমদার (১৭), জয় মজুমদার (১৩), নিগম মজুমদার (২০), গোপালগঞ্জ জেলার সদর থানার সাতপাড়া গ্রামের মৃনাল কীত্তনীয়া (৩৭), প্রভাতী কীত্তনীয়া (৩০), মিষ্টি কীত্তনীয়া (১১), প্রান্ত কীত্তনীয়া (৭), সাতক্ষীরা জেলার তালা উপজেলার মিঠাবাড়ি গ্রামের তানভীর হোসেন (১০), নড়াইল জেলার সদর থানার গোবড়া গ্রামের আজিজুর রহমান (৩৪), সুজন মিয়া (৩৩), সুনামগঞ্জ জেলার জগন্নাতপুর গ্রামের নাওয়াজ শরীফ (১৯), যশোর জেলার শার্শা থানার অগ্রবুলেট গ্রামের শরীফ (১৬), রইচ মোল্লা (২৫), প্রসেজিত হালদার (২৮), আশরাফুল ইসলাম (৩৪), আফ্রিদী (৪), খুলনা জেলার খালিশপুর থানার গোয়ালপাড়া গ্রামের বিল্লাল ফকির (২৪)। বিজিবি আটককৃতদেরকে থানায় সোপর্দ করেছে। মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, এ ব্যাপারে মামলা হয়েছে।