মহেশপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ইব্রাহিম আলমের ইন্তেকাল

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক ইব্রাহিম আলম আর  নেই। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টায় নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী  রেখে গেছেন। দুপুর ২টায় মহেশপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ইব্রাহিম আলমের মৃত্যুর সংবাদ পেয়ে তাকে শেষবারের মতো দেখতে বাসায় যান মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শেখ এনামুল হক দুলুসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। উল্লেখ্য, ১৯৮১ সালে ৬/৭জন মিলে মহেশপুর প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন তার মধ্যে ইব্রাহিম আলম একজন। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মহেশপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

Comments (0)
Add Comment