মহেশপুর প্রতিনিধি: গতকাল রোববার সকালে মহেশপুর পলিয়ানপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে দালালসহ এক নারীকে আটক করেছে ৫৮ বিজিবি।
৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ৫৮ বিজিবি’র অধীনস্ত পলিয়ানপুর বিওপির টহল দল গোপনসূত্রে অভিযান চালিয়ে উপজেলার রায়পুর মাঠের ভেতর থেকে খুলনা জেলার সদর থানার কামারগাতি গ্রামের ইউনুস খানের স্ত্রী কাকলি খাতুন (৩০) এবং পারাপারে সহায়তাকারী দালাল মহেশপুর উপজেলার ভগবতিতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে জহিদুল ইসলামকে (৩০) আটক করে। বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করেছে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।