মহেশপুর পলিয়ানপুর সীমান্তে অনুপ্রবেশকালে আটক ৭

মহেশপুর প্রতিনিধি: শুক্রবার দিবাগত রাতে উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে নারীসহ ৭ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
৫৮বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, পলিয়ানপুর বিওপি টহল দল গোপন সূত্রে অভিযান চালিয়ে ঝিটকিপোতা ব্রিজের নিকট থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার খাউলিয়া গ্রামের ছরোয়ার ব্যাপারির ছেলে বেলায়েত হোসেন (৩৫), বেলায়েত হোসেনের স্ত্রী আছমা খাতুন (৩৩), একই জেলার চিতলমারী থানার হাইরালবোপ গ্রামের মৃত সোহাগ হাওলাদারের স্ত্রী রুনা (২৬), পিরোজপুর জেলার জিয়ানগর থানার খোলগটুয়া গ্রামের মৃত মান্নানের স্ত্রী ফজিলা (৪০), নড়াইল জেলার কালিয়া থানার জিয়াডাঙ্গা গ্রামের টিপু তরফদারের স্ত্রী শিরিনা (৩৩), যশোর জেলার কোতয়ালী থানার চাউলিয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সেলিনা বেগম (৩৫), রাজশাহী জেলার বাঘা থানার আতারপাড়াচর গ্রামের সেলিম হোসেনের স্ত্রী রিনা খাতুন (৪০)। বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করেছে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। শনিবার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Comments (0)
Add Comment