মহেশপুর প্রতিনিধি: মহেশপুর পৌরসভাধীন চড়কতলা মোড়ে ট্রাকচাপায় দেবদাস নামে এক ব্র্যাক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চড়কতলা মোড়ে বাহার ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেবদাস ম-ল (৪০) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পাংশিনগর গ্রামের নিতাই পদ ম-লের ছেলে। তিনি ব্র্যাকের ঝিনাইদহের মহেশপুর শাখার সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, সকাল পৌনে ৬টার দিকে কর্মস্থল মহেশপুর ব্র্যাক কার্যালয় থেকে মোটরসাইকেলে করে যাদবপুরে যাচ্ছিলেন দেবদাস ম-ল। পথিমধ্যে চড়কতলা মোড়ে বিপরীত দিক থেকে আসা বালি ভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।