মহেশপুরে পূর্ব শত্রুতার জেরে ড্রাগন ক্ষেতে আগুন দেয়ার অভিযোগ

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক বিজিবি সদস্যের ড্রাগন ক্ষেতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত পরশু রোববার বিকেলে মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আগুন জ্বলতে দেখে মাঠে থাকা কৃষকের ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ বিজিবি সদস্য আলামপুর গ্রামের কামাল হোসেন বলেন, চাকরির পাশাপাশি তিনি এলাকায় লোক দিয়ে চাষাবাদ করান। ছুটিতে এসেও তিনি নিজের ড্রাগন ক্ষেতসহ ফসল দেখভাল করেন। পূর্ব শত্রুতার জের ধরে গত কয়েক বছর ধরে একই গ্রামের ইদ্রিস আলী ও তার ছেলে মজনু মিয়া বিভিন্ন সময় তার ফসলের ক্ষতি করে আসছে। এর আগে ড্রাগন ক্ষেত কেটে দেয় তারা। এ নিয়ে থানায় অভিযোগও দেয় বিজিবি সদস্য কামাল হোসেন। ক্ষতিগ্রস্থ কামাল হোসেন বলেন, আমাকে ক্ষতিগ্রস্থ করতে মজনু ও তার ছেলে সব সময় তৎপর তাকে। আমাকে ক্ষতি করতে না পেরে আমার ফসলের ক্ষতি করে। এরই জের ধরে রোববার বিকেলে আমার ড্রাগন বাগানের সঙ্গে ভুট্টার গাছ রেখে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। মজনু যখন আগুন ধরিয়ে দিচ্ছিলো তখন মাঠের একজন কৃষক তা দেখেছে। আগুন ধরার খবর পেয়ে আমরা এসে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে আমার ড্রাগন ক্ষেত ও কলাগাছের ক্ষতি হয়েছে। আমি এর বিচার দাবি করছি। অভিযুক্ত মজনুর বাবা ইদ্রিস আলী বলেন, আমার ছেলে মজনু ইচ্ছে করে এসব করেনি। আগুন ওর জমিতে থাকা গাছে দিতে যেয়ে কামালের বাগানে আগুন লেগে গেছে।

এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনে আসা মহেশপুর থানার এসআই সুব্রত বলেন, ক্ষেতে আগুন দেয়ার ঘটনা পূর্ব শত্রুতা আছে বলে আমি প্রাথমিকভাবে মনে করছি। ক্ষতিগ্রস্থ ব্যক্তি থানায় এসে অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments (0)
Add Comment