মহেশপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

 

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে এমদাদুল হক ইন্তা (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার রাত আড়াইটার দিকে উপজেলার যাদবপুর ইউপির গয়েশপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইন্তা গয়েশপুর গ্রামের মোমিনুর রহমানের ছেলে।

জানা গেছে, ইন্তা বিয়ের পর গত দু’বছর বিদেশ ছিলেন। সম্প্রতি তিনি দেশে এসেছে। প্রতিবেশীরা জানিয়েছে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিলো। গতকাল তার স্ত্রী বাবার বাড়িতে গেলে তিনি রাতে বাড়ির পাশে একটি নয়না গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ প্রসঙ্গে মহেশপুর থানার এসআই আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্যে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Comments (0)
Add Comment