মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬। সোমবার দিবাগত রাতে র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মাসুদ হায়দারের নির্দেশনায় একটি চৌকস দল অভিযান চালিয়ে উপজেলার ডুমুরতলা মোড় থেকে ওই গ্রামের আমিনুর রহমানের ছেলে রিফাত মিয়া (২০) কে দুশ’ ১০পিচ ইয়াবাসহ আটক করে। র্যাব জানায়, গোপনসূত্রে ইয়াবা ক্রয়-বিক্রিকালে তাকে আটক করা হয়। আসামিকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।