মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন বিষয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, সমাজসেবা অফিসার জুলফিকার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শেখ এনামুল হক দুলু প্রমুখ।