স্টাফ রিপোর্টার: মহানবী হযরত মোহাম্মদ (সা.) এবং আয়েশা (রা.) কে নিয়ে ভারতের নবীন কুমার জিন্দাল ও নুপুর শর্মা কটুক্তি ও চরম অপমাননাকর মন্তব্য করার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর চুয়াডাঙ্গায় জাতীয় ওলামা দলের আয়োজনে কলেজ রোডে বাইতুল মামুর মসজিদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম মনি, আবু বকর সিদ্দিক আবু, মনিরুজ্জামান লিপ্টন। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুল, যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজীব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, বিএনপি নেতা ইয়াছিন হাসান কাকন, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এমএইচ মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্য রশীদ, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান। পরিচালনা করেন জেলা ওলামা দলের যুগ্ম-আহবায়ক মাহবুবুল আলম, গোলাম কিবরিয়া স্বপন, যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, সম্রাট, রবি, রবিউল, মুসলিম, শাহাবুদ্দিন, বিল্লাল, রকিবুল, আশরাফুল, ইয়ামিন, হাসান মোহাম্মদ মিজানুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ প্রমুখ।