মেহেরপুর অফিস : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া ও মোল্লাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালনো হয়। অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য বিক্রয়, পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ও ৩৮ ধারায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় গাংনীর তরমুজের দোকানগুলোও তদারকি করা হয়। মেহেরপুর জেলা মার্কেটিং অফিসার মোঃ জিবরাইল হোসেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তাজিমুল হক এসময় উপস্থিত ছিলেন।