বিয়ের ২২ দিনের মাথায় কিশোরী বধূর লাশ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের ২২ দিনের মাথায় নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কুমারখালি থানা পুলিশ। রিমা (১৬) নামের নববধুর লাশ গতকাল মঙ্গলবার(২০ এপ্রিল) দুপুরে শিলাইদহ ইউনিয়নের জোড়ারপুর গ্রামের তার স্বামীর ঘর থেকে উদ্ধার করা হয়। নিহতের বাবা রেজাউল জানান, গত ২২ দিন আগে রিমা ও পিয়াসের পারিবারিক ভাবে বিয়ে হয়। রিমা’র আগেও একটা বিয়ে হয়েছিল। পূর্বের বিয়ে নিয়ে পরিবারে অশান্তি ছিল। মঙ্গলবার সকালে সাড়ে ১১ টার দিকে লোকমুখে মেয়ের মৃত্যুর খবর পাই। খবর পেয়ে মেয়ের শ্বশুড়বাড়ি এসে দেখি মেয়ের মাথায় পানি ঢালছে লোকজন। এরপর গ্রাম্য ডাক্তার এসে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, শ্বশুড় বাড়ি থেকে কিশোরী বধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

 

Comments (0)
Add Comment