বিয়ের অনুষ্ঠানে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহম্মেদ হস্তক্ষেপে সপ্তম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করেন এসিল্যান্ড সেলিম আহমেদ।

জানা গেছে, উপজেলার জোড়াদহ ইউনিয়নের জোড়াদহ গ্রামের কামারপাড়ার আনোয়ার হোসেন মেয়ে শাপলা খাতুনের শুক্রবার বিকেলে নিজবাড়িতে আনুষ্ঠানিকতার আয়োজন করেন মেয়ের পিতা। এসিল্যান্ড সেলিম আহমেদ এমন খবর পেয়ে নিজেই মেয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যান। নাবালিকা মেয়েকে বিয়ে করতে আসার অপরাধে হরিশপুর গ্রামের খাইরুল জোয়ার্দার ছেলে হাসিবুলকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছেলে পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি। এ সময় মেয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় এবং এফিডেভিটের বিয়ের কোনো বৈধতা নেই মর্মে সকল আনুষ্ঠানিকতাসহ বাল্যবিয়ের সকল কার্যক্রম বন্ধ করে দেন এবং বাল্যবিয়ে থেকে বিরত থাকবেন মর্মে মেয়ের অভিভাবকদের অঙ্গীকার করান।

বাল্যবিয়ে
Comments (0)
Add Comment