বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকে ফেরত রাসেল এখন মুজিবনগর থানায়

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে বেড়াতে এসে স্বাধীনতা সড়ক ধরে ভারতের নোম্যানস্ ল্যান্ড পেরিয়ে কাঁটা তারের বেড়ার কাছে পৌঁছুলে বিএসএফ আটক করে বাংলাদেশি যুবক রাসেলকে (১৮)। সে কুষ্টিয়া জেলা শহরের বটতলা এলাকার জামাল উদ্দিনের ছেলে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সে বিএসএফ’র হাতে আটক হয়। ঘটনার ৬ ঘণ্টা পর উভয় দেশের মধ্যে পতাকা বৈঠক শেষে বিএসএফ আটক রাসেলকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে। তবে শেষ সংবাদ পাওয়া পর্যন্ত রাসেলের ঠাঁই হতে চলেছে মুজিবনগর থানা পুলিশের খাঁচায়।

মুজিবনগর কোম্পানির সদর সুবেদার সহিদুল ইসলাম জানান- বৃহস্পতিবার বেলা ১২টা ৪০ মিনিটের সময় মুজিবনগর স্বাধীনতা সড়ক হয়ে সোজা কাঁটা তারের বেড়ার গেটে গিয়ে দাঁড়ায় রাসেল। এসময় ভারতীয় বিএসএফ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। খবর পেয়ে ভারতীয় বর্ডার গার্ডকে (বিএসএফ) পতাকা বৈঠকের আমন্ত্রন জানানো হয়। অবশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় পতাকা বৈঠক শেষে বিএসএফ আটক রাসেলকে বিজিবি’র কাকে হস্তান্তর করে।

এ সময় বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানির সদরের সুবেদার সহিদুল ইসলাম ও বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর ক্যাম্পের ইন্সপেক্টর সন্তোষ কুমার ঠাকুর। তিনি আরো জানান, রাসেলকে মুজিবনগর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

মুজিবনগর থানা পুলিশের ওসি মেহেদী রাসেল জানান, বিজিবি অবশেষে রাতে তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করে।

Comments (0)
Add Comment