বিএসটিআই’র অনুমতি না থাকায় মেহেরপুরে দধি ব্যবসায়ীর জরিমানা

 

মেহেরপুর অফিস: বিএসটিআই’র অনুমোদন ছাড়া দধি উৎপাদন ও বাজার জাতকরণ করার অপরাধে দধি ব্যবসায়ী আমিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার সন্ধ্যার দিকে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। আমিরুল ইসলাম মেহেরপুর সদর উপজেলা সুবিদপুর খাঁ পাড়া গ্রামের বাবু খানের ছেলে। মেহেরপুর জেলা প্রশাসন ও খুলনা বিএসটিআইয়ের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাসের নেতৃত্বে সুবিদপুর খাঁপাড়া গ্রামের আমিরুল ইসলামের দধি তৈরি কারখানায় অভিযান চালান। এ সময় সেখানে বিএসটিআই’র কোনো কাগজপত্র দেখাতে না পারায় বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারায় আমিরুল ইসলামের নিকট থেকে ২৫ হাজার টাকা জরিমান আদায় করা হয়। মোবাইল কোর্ট চলাকালে বিএসটিআই’র ফিল্ড অফিসার আব্দুল মান্নান সেখানে উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment