স্টাফ রিপোর্টার: নোভেল করোনা ভাইরাস জয় করে বাড়ি ফিরেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় তিনি হাসপাতাল থেকে সুস্থতার ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন। বাড়ি ফেরার পর পৌর নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকনের মনোনয়নপত্র জমা দেয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের সাথে যুক্ত হয়ে নির্বাচন কার্যালয়ে যান। এ সময় তাকে স্বাগত জানিয়ে কুশল বিনিময় করেন দলীয় নেতাকর্মীদের অনেকে।
চুয়াডাঙ্গা ফেরীঘাট সড়কপাড়ার বাসিন্দা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল গত ১৮ নভেম্বর করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৯ নভেম্বর তিনি করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হন। ওইদিনই তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসোলেশনে যান। ২৯ নভেম্বর তার শরীর থেকে নমুনা নিয়ে পুনঃ পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়। ৩০ নভেম্বর পাওয়া রিপোর্টে জানা যায় তিনি করোনামুক্ত। এর পরদিন গতকাল তিনি মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করার পাশাপাশি তার জন্য যারা দোয়া করেছেন তাদের সকলকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্থতা কামনা করেন। বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমাদের সকলকে আরও বেশি করে সতর্ক হওয়া প্রয়োজন।