বরিশালে হাতপাখা প্রতীকের প্রার্থীর ওপর হামলার ঘটনায় চুয়াডাঙ্গায় বিক্ষোভ

 

স্টাফ রিপোর্টার: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা গতকাল সোমবার বিকেলে এসব কর্মসূচি পালন করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিবের সভাপতিত্বে শহীদ হাসান চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সেক্রেটারি তুষার ইমরান সরকার, আলমডাঙ্গা থানা সভাপতি মাওলানা আকরাম হুসাইন, ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি ডাক্তার জিনারুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ। সমাবেশে এই নির্বাচন বাতিল করে পুনরায় সুস্থ পরিবেশে স্বচ্ছ্ব ভোট গ্রহণের দাবি জানিয়ে বক্তারা বলেন, সরকারের সন্ত্রাসী বাহিনীর হামলা সরকারের জন্যই বিপর্যয় ডেকে আনছে। একজন মেয়র প্রার্থীর ওপর হামলা চালিয়ে তারা ভোটারদের দূরে সরিয়ে রাখতে চাইছে। বক্তারা হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অথর্ব নির্বাচন কমিশনের ব্যর্থতা আর পক্ষপাতিত্বমূলক নির্বাচন করার প্রতিবাদ জানিয়ে তাদের পদত্যাগ দাবি করেন। সমাবেশ শেষে শহীদ হাসান চত্বর থেকে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। মিছিল থেকে তারা সেøাগান দেয়, শায়েখের রক্ত বৃথা যেতে দেবো না; আমার ভায়ের রক্ত, বৃথা যেতে দেব না; অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন।

Comments (0)
Add Comment