আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা চুয়াডাঙ্গা সড়কের বন্ডবিল গেটের নিকট সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন আহত হয়েছেন। অলৌকিকভাবে অক্ষত আছে দেড় মাসের শিশুসন্তান। গতকাল রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, উপজেলার প্রাগপুর গ্রামের আশরাফুল কাকলী দম্পত্তি তাদের সদ্যজাত বাচ্চাকে নিয়ে চাচা ও শ^শুড়-শ^াশড়ীকে সঙ্গে করে চুয়াডাঙ্গায় শিশু বিশেষজ্ঞ ডাক্তার নিকট যায়। সদ্যজাত বাচ্চাকে ডাক্তার দেখিয়ে ফিরতে একটু রাত হয়ে যায়। তারা একটি ইজিবাইক ভাড়া করে বাড়ি ফিরছিলেন। আলমডাঙ্গা চুয়াডাঙ্গা সড়কের বন্ডবিল গেটের নিকটবর্তী স্থানে পৌঁছুলে সামনের দিক থেকে দ্রুত গতিতে চুয়াডাঙ্গার দিকে যাওয়ার একটি মোটর সাইকেল ইজিবাইকে ধাক্কা দেয়। এসময় ইজিবাইকে উল্টে সদ্যজাত বাচ্চাসহ সবাই রাস্তার পাশে ঝোড়ের মধ্যে পড়ে যায়। আল্লাহর রহমতে সদ্যজাত বাচ্চাটির কিছু না হলেও ইজিবাইকে থাকা সবাই আহত হন। সদ্যজাত বাচ্চাটির বাবা আশরাফুল, মা কাকলী, দাদা ইউনুচ আলী, নানা ওসমানপুর গ্রামের রেজাউলের ছেলে আনিস ও নানী জাহারানা মারাত্মক জখম হয়। সদ্যজাত বাচ্চাটির নানা আনিসের মাথা ফেটে রক্তাত্ব জখম হয় ও দাদা ইউনুস আলীর পায়ে একটি গোজ ফুঁটে যায়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।