বখাটেদের উৎপাত বন্ধে মেহেরপুর সরকারি মহিলা কলেজ সড়কে পুলিশি অভিযান

 

মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের মহিলা কলেজ সড়কে বখাটেদের উৎপাত বন্ধ করার লক্ষ্যে পুলিশের অভিযান চালানো হয়েছে। গতকাল রোববার সকাল থেকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল মেহেরপুর শহরের মহিলা কলেজ সড়কে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বখাটেরা পালিয়ে যায়। মেহেরপুর সদর থানার এসআই তপনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান শুরু করেন। এ সময় ওই এলাকায় ঘোরাফেরা করা একাধিক যুবককে সতর্ক করে দেয়া হয়। পুলিশের অভিযান চলাকালে ও এলাকা মূলত যুবক শূন্য হয়ে পড়ে।

Comments (0)
Add Comment