ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এমপি ছেলুন জোয়ার্দ্দারের জন্মদিন পালন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক হুইপ এবং ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি’র ৭৮তম জন্মদিন পালন হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার দুপুর ১টার দিকে  ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফুল দিয়ে ও মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম মোফাজ্জেল হোসেন, ট্রেজারার আবদুল মোতালেব, ডেপুটি রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোয়ার্দ্দার, পরীক্ষা নিয়ন্ত্রক ও কৃষি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. নাহিদ পারভেজ, পরিচালক (অর্থ) আব্দুল মজিদ বিশ্বাস, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সাজিন ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফিজুর রহমান, ইংলিশ বিভাগের বিভাগীয় প্রধান উম্মে তোহফা, সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোছা. সামসুন নাহার, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোছা. নুরুন্নাহার, ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. আরিফুর রহমান, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. বিল্লাহ হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সকল বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

Comments (0)
Add Comment