জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল রোববার দুপুরে প্রেসক্লাবে এ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মো. ওয়ালিউর রহমান। বিশেষ এ দোয়া অনুষ্ঠানে সারাদেশের মৃত্যুবরণকারী সাংবাদিক ও তাদের পরিবারের মৃত সদস্যদের জন্যও দোয়া করা হয়।
জীবননগর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এসএম কামাল উদ্দিন জোয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানের পূর্বে জীবননগর প্রেসক্লাবের মৃত্যুবরণকারী সাংবাদিক আনিছুর রহমান, শেখ সেলিম উদ্দিন, জহির উদ্দিন, গোলাম মোর্শেদ পিন্টু, মজনুর রহমান, ওয়ালিউর রহমান রঞ্জু, গোলাম মোস্তফা হায়দার, আবু সায়েম, আবুল কালাম আজাদ ও আনোয়ারুল কবিরের সাংবাদিকতায় বর্ণময় কর্মজীবনের স্মৃতি তুলে ধরা হয়। দোয়া অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিকদের মধ্যে শেখ শামসুল আলম, নারায়ণ ভৌমিক, কাউন্সিলর আতিয়ার রহমান, জিএ জাহিদুল ইসলাম, সালাউদ্দীন কাজল, কাজী সামসুর রহমান চঞ্চল, মামুন উর রহমান, নূর আলম, শেখ শহিদ, জামাল হোসেন খোকন, হুমায়ুম কবীর, মুন্সী ওয়াহেদুল ইসলাম খোকন, প্রভাষক জাহাঙ্গীর আলম, মিঠুন মাহমুদ, মাজেদুর রহমান লিটন, সাংবাদিক আনোয়ারুল কবিরের সহধর্মীনি পারভীন আক্তার, দুস্কৃতকারীর ছুরিকাঘাতে নিহত সাংবাদিক আবু সায়েমের দু পুত্র প্রমুখ দোয়া অনুষ্ঠানে শরীক হন।