প্রেমিকের হাত ধরে প্রবাসীর স্ত্রী উধাও

গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার তেঘরীতে পরকীয়া প্রেমের সূত্রধরে ৩ সন্তানের জনক মান্নানের সাথে প্রবাসী আজিজের স্ত্রী আঁখি খাতুন অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে।

গ্রাম সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তেঘরী গ্রামের স্কুলপাড়ার প্রবাসী আজিজ হোসেনের স্ত্রীর আঁখি খাতুন পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে পার্শ্ববর্তী ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে ৩ সন্তানের জনক মান্নানের সাথে। এরই সূত্র ধরে গতকাল বৃহস্পতিবার প্রবাসীর স্ত্রী আঁখি খাতুন তার স্বামীর পাঠানো ১ লাখ টাকা নিয়ে প্রেমিকের সাথে অজানার উদ্দেশে পাড়ি জমান। স্বামী আজিজ হোসেন ভাগ্যের চাকা ঘোরাতে গত ২ বছর আগে সৌদি আরবে যান। সাংসারিক জীবনে তার মা এবং স্ত্রী রয়েছে। পিতা অনেক আগেই মারা গেছে। বিদেশে কষ্টার্জিত সব টাকা তার স্ত্রীর কাছে পাঠাতেন তিনি। কয়েকদিন আগে তার স্বামী ১ লাখ টাকা পাঠান। পরে ওই টাকা তুলে প্রেমিকের হাত ধরে উধাও হয় আঁখি খাতুন। এ ঘটনার ৬ মাস আগে স্থানীয় খাড়াগোদা বাজারে এক মার্কেট মালিকের সিঁড়িঘরে ওই দুজন অনৈতিক কাজ করার সময় জনগণের হাতে ধরা পড়ে। এদিকে পরকীয়া প্রেমের বিষয়টি গ্রামে জানাজানি হলে আজিজের কষ্টের টাকা ও গয়না নিয়ে তার স্ত্রী চলে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে প্রতিবেশীরা।

 

Comments (0)
Add Comment