স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আলমডাঙ্গার গাংনী ইউনিয়ন যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে গাংনী ইউনিয়ন যুবলীগ এ কর্মীসভার আয়োজন করে। গাংনী ইউনিয়ন যুবলীগের নেতা বজলুর রহমানের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ আজ উন্নয়নে বিশ্বের রোল মডেল। আজ প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। নারী পুরুষ আজকে সমান তালে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ জায়গায় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’ বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সদস্য আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার মন্ডল। ৩নম্বর ওয়ার্ড মেম্বার ও যুবলীগ নেতা সাঈদুর রহমান মাস্টারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পিরু মিয়া, জেহালা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান শিলন, বাড়াদি ইউনিয়ন যুবলীগের সভাপতি শরীফ উদ্দিন, খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন, চিৎলা ইউনিয়ন যুবলীগ নেতা টিটু, সজল সহ আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা রামীম হোসেন সৈকত, ইফতেখার রাসুল শিহাব, রনি, ইমাদুল, জাফর, কামাল, কলিম মেম্বার, আব্দুল বারী, মনিরুল, জিনারুল, মিঠুন, শরিফ, সেলিম মোখলেসুর রহমান, ছাত্রলীগ নেতা বাচ্চু প্রমুখ।