প্রতি ইঞ্চি জমির কোনা চাষীর হাতে ফলবে সোনা

 

কুষ্টিয়া প্রতিনিধি: মহামারি করোনার আগ্রাসনে একদিকে সংকটাপন্ন মানুষের জীবন, অন্যদিকে স্থবির হয়ে পড়া জনজীবনের অত্যাসন্ন ঝুঁকির মধ্যে সম্ভাব্য খাদ্য সংকট মেকাবিলায় প্রধানমন্ত্রীর বার্তা পৌছে দিয়ে চাষযোগ্য প্রতি ইঞ্চি কৃষি জমিতে কৃষক তার হাতের ছোঁয়ায় যেনো সোনা ফলাতে পারেন সেই আহ্বানে কৃষকের সাথে হাত মেলাতে মাঠে নেমেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হেসেন।

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলার হাটশ হরিপুরের শালদাহ-পুরাতন কুষ্টিয়াস্থ বিলের মাঠ এলাকায় কৃষি জমি কর্মরত কৃষকদের পরিদর্শনকালে জেলা প্রশাসক আসলাম হেসেন চাষিদের উদ্দেশে বলেন, ‘প্রতি ইঞ্চি জমির কোনা চাষির হাতে ফলবে সোনা’ তবেই কেবল করোনা মহামরির কোনো তান্ডবই আমাদের খাদ্য নিরাপত্তাকে ব্যাহত করতে পারবে না। এই কাজটির শতভাগ বাস্তবায়নে কৃষিবান্ধব সরকার ঘোষিত স্বল্পসুদে কৃষিঋণসহ নানামুখী প্রনোদনা ও সুযোগ সুবিধার দিক তুলে ধরেন। সেই সাথে আগামী দিনেও যাতে ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণসহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে উদ্বৃত্ত খাদ্য উৎপাদনের ধারাকে অব্যহত রাখতে উর্বর ও আবাদি কৃষি জমি সুরক্ষা আইন ২০১০’র নানাদিক তুলে ধরেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ওবাইদুর রহমান, এনডিসি মুছাব্বেরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতর কুষ্টিয়ার উপ-পরিচালক শ্যামল কুমার বিশ^াস, অতিরিক্ত উপ-পরিচালক রঞ্জন কুমার প্রামানিক, অতিরিক্ত উপ-পরিচালক কে এম হাসিবুল হাসান, কৃষি প্রকৌশলী আবু সাইদসহ জেলা-উপজেলার কৃষি কর্মকতাগণ, হাটশ হরিপুর ইউপি চেয়ারম্যান সম্পা মাহমুদসহ ইউপি সদস্যগণ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাফিজুর রহমান মিলন ম-ল, সাধারণ সম্পাদক হাজি আরিফুল ইসলাম প্রমুখ।

কৃষি সম্প্রসারণ অধিদফতর কুষ্টিয়ার উপ-পরিচালক শ্যামল কুমার বিশ^াস সরকার ঘোষিত কৃষি প্রণোদনা প্রকৃত কৃষক পর্যায়ে সহজ প্রাপ্তি নিশ্চিত করতে কৃষি বিভাগের হাতে নেয়া নানা কর্মসূচী কৃষকদের মাঝে তুলে ধরে তাদের এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেন।

Comments (0)
Add Comment