কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাক প্রতিবন্ধী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে ধর্ষণের শিকার হওয়া প্রতিবন্ধীকে মেডিকেল পরীক্ষার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার হওয়া প্রতিবন্ধী দৌলতপুর অটিজম ও প্রতিবন্ধী স্কুলের ছাত্রী (১৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ঝাউদিয়া গ্রামে বাড়িতে কেউ না থাকার সুযোগে একই এলাকার রবকুলের ছেলে তুহিন (৩০) বাকপ্রতিবন্ধীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে প্রতিবন্ধী ছাত্রী তার পরিবারের লোকজনকে ধর্ষণের ঘটনা জানালে তারা তাকে নিয়ে দৌলতপুর থানায় যায়। এ ঘটনায় দৌলতপুর থানায় ওইদিন রাতেই ধর্ষণের মামলা হয়েছে। যার নং- ৩৬।
প্রতিবন্ধী ধর্ষণের বিষয়ে দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষককে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তবে অভিযুক্ত তুহিনের পরিবার দাবি করেছে এটা সাজানো ঘটনা। মিথ্যাভাবে ফাঁসানোর জন্য এ নাটক সাজানো হয়েছে।