দর্শনা অফিস: শপথ গ্রহণের দুই দিনের মাথায় পৌরসভার চেয়ারে বসলেন নব-নির্বাচিত দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু। আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝিয়ে দিলেন ভারপ্রাপ্ত মেয়র রবিউল হক সুমন। চেয়ারে বসেই দর্শনা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে পৌরবাসীর সহযোগিতা চাইলেন নব-নির্বাচিত মেয়র। ২৭ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় ভারতের দিল্লী অ্যাপোলে হাসপাতালে মারা যান দর্শনা পৌরসভার ৪ বারের নির্বাচিত মেয়র মতিয়ার রহমান। কয়েকদিনের মাথায় দর্শনা পৌর মেয়রের পদ শূন্য ঘোষণা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে। ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন প্যানেল মেয়র রবিউল হক সুমন। নির্বাচন কমিশন থেকে ২৩ জানুয়ারি দর্শনা পৌর মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে একক প্রার্থী থেকে যান আতিয়ার রহমান হাবু। ফলে হাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচত হন। গত রোববার খুলনা বিভাগীয় কমিশনারের হলরুমে শপথ গ্রহণ করেন হাবু। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে দর্শনা পৌরসভার মেয়রের কক্ষে আনুষ্ঠানিকভাবে সকল দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র রবিউল হক সুমন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, কমিউনিস্ট নেতা সৈয়দ মজনুর রহমান, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, কবি আবু সুফিয়ান, ফয়সাল প্রমুখ। পৌর পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী সাজেদুল আলম, পৌর প্যানেল মেয়র রেজাউল ইসলাম, কাউন্সিলর হাসান খালেকুজ্জামান, এনামুল কবির, মনির সরদার, সাইফুল ইসলাম মুকুল, বিল্লাল হোসেন, আশুর উদ্দিন, সুরাতন নেছা, জাহানারা খাতুন, বিলকিস খাতুন, পৌর শ্রমিক ইউনিয়ন সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, রুহুল আমিন, সরোয়ার হোসেন, শাহআলম, মওলা বক্স প্রমুখ।