পুরুষের পাশাপাশি নারীরাও সর্বক্ষেত্রে সুযোগ সুবিধা পাচ্ছে

দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগর টগরের ঐচ্ছিক তহবিল থেকে দামুড়হুদায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে ঐচ্ছিক তহবিলের অর্থায়নে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত সেলাই মেশিন বিতরণ করেন।

সেলাই মেশিন বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়ন করেছে। নারী-পুরুষ সমঅধিকার প্রতিষ্ঠা করেছে। নারীদের সর্বক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে। নারীর ক্ষমতায়ন করেছে। আজ পুরুষের পাশাপাশি নারীরা সর্ব ক্ষেত্রে সুযোগ সুবিধা পাচ্ছে। সে লক্ষ্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগর টগর দামুড়হুদা উপজেলার সুবিধা বঞ্চিত নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে তার ঐচ্ছিক তহবিলের অনুদান থেকে উপজেলার ৪৫ নারীকে সেলাই মেশিন বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন। এ সময় দামুড়হুদা উপজেলার সুবিধা বঞ্চিত ৪৫ জন নারীকে সাবলম্বী করার লক্ষ্যে ৪৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

 

Comments (0)
Add Comment