আলমডাঙ্গা ব্যুরো: আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশি ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিনারুল ইসলাম বিশ্বাস আবেদনপত্র জমা দিয়েছেন । ১৬ অক্টোবর শনিবার দলীয় নির্দেশনা মোতাবেক তিনি ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের নিকট আবেদনপত্র জমা দেন। জিনারুল ইসলাম বিশ^াস ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের ১ নং যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি মেহেরপুর পল্লি বিদ্যুৎ সমিতির সভাপতি ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি । তিনি ভাংবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের পরপর ২ বার সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি গাংনী সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহ-দপ্তর সম্পাদক ছিলেন। আবেদনপত্র জমা প্রদানকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান নান্নু বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক শাহান বিশ্বাস, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা খোসদেল আলম, শিলু, ইউনিয়ন বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য লালু মিয়া, আশা উল্লাহ পরামানিক, ইউনিয়ন কৃষকলীগের কৃষি বিষয়ক সম্পাদক সোলেমান আলী।