স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন নির্বাচনি প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। তিনি গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জোড়গাছা গ্রামে গণসংযোগ ও উঠোন বৈঠক করেছেন। নাগদাহ ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ফুলসুরাতনের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নয়নের রূপকার গণতন্ত্রের মানসকণ্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবসময় মাঠে কাজ করছে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগ। এজন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। সেই সাথে চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে যুব মহিলা লীগের প্রতিটি নেতাকর্মী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন হয়েছে বলেই দেশে সবক্ষেত্রে নারীরা সাহসী ও যোগ্য ভূমিকা রাখতে পারছে। সচিব থেকে মেজর জেনারেল প্রতিটি পেশায় নারীদের সফল পদচারণায় দেশ আজ এগিয়ে যাচ্ছে। এর রূপকার হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনিই আমাদের সবচেয়ে বড় শক্তি, বড় সাহস।’ দেশের এই অগ্রগতি অব্যাহত রাখার জন্য আবারো নৌকায় ভোট দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘অতীতে যারা ক্ষমতায় গিয়ে লুটপাট করে দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, জঙ্গিবাদ কায়েম করেছে, আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে তাদের এই দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই লুটেরা দেশবিরোধী শক্তিকে প্রতিহত করে আবারো বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর কোনো বিকল্প নেই।’ আফরোজা পারভীন বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমি চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। আপনাদের দোয়া এবং সমর্থন চাই। মাননীয় প্রধানমন্ত্রী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাকেই নৌকার নমিনেশন দিবেন আমরা তাদের পক্ষে কাজ করবো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সহ-সভপতি পূর্ণিমা হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলিজা খাতুন, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি-কাজলী আক্তার, সাংগঠনিক সম্পাদক সপ্না খাতুন চিনি, দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহেদা খাতুন, আলমডাঙ্গা উপজেলার যুব মহিলা লীগের সভাপতি মনিরা খাতুন, সাধারণ সম্পাদক জাহানারা খাতুন, চুয়াডাঙ্গা পৌর ৯নং ওয়ার্ড সভাপতি-আরজিনা খাতুন, সাধারণ সম্পাদক বেবি, সাংগাঠনিক সম্পাদক মিতা রানী, ৬নং ওয়ার্ড সভাপতি রুপালি, সাধারণ সম্পাদক ফাহিমা, ২নং ওয়ার্ড কমিটির অর্থ সম্পাদক শিউলি খাতুন, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ রাতুল শেখ, মাহফুজ, আকাশ, কুতুব, রিপন, শাওন, সিফাত, জিরান, সেজান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ চুয়াডাঙ্গা জেলা ও আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।