নিয়মিত চেকআপের জন্য আজ দিল্লি নেয়া হচ্ছে এমপি ছেলুন জোয়ার্দ্দারকে

 

স্টাফ রিপোর্টার: নিয়মিত চেকআপের জন্য আজ দিল্লিতে নেয়া হচ্ছে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে তিনি দিল্লির স্যার গঙ্গারাম হসপিটালে চিকিৎসা পরবর্তী ফলোআপ করাবেন। এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন এমপি ছেলুন জোয়ার্দ্দারের সহোদর সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, দিল্লীর স্যার গঙ্গারাম হসপিটালের বিশিষ্ট চিকিৎসক সাদ উইকের নির্দেশনা মোতাবেক নিয়মিত চেকআপের জন্য এমপি ছেলুন জোয়ার্দ্দার সেখানে নেয়া হচ্ছে। সফর সঙ্গী হিসেবেও থাকবেন এমপি ছেলুন জোয়ার্দ্দারের সহোদর সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি মঙ্গলবার রাতে তার পেটে গ্যাসজনিত সমস্যার কারণে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গ্যাস্ট্রোএন্টারোলজি ডা. দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার।

Comments (0)
Add Comment